Header Ads Widget

Viral Video 🖇 🌟 ফুল ভাইরাল কালেকশন 🤑🔥🥵

 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

বাটনে ভালো করে ক্লিক করে ট্রাই করুন...


Download Page
👇👇 ফুল ভিডিও লিংক 👇👇
DOWNLOAD NOW
👆👆 এখানে ক্লিক করুন 👆👆
অচেনা চিঠি রাত ১১টা। সুব্রত নিজের ডেস্কে বসে পুরনো বইগুলোর ধুলো ঝাড়ছিল। একটা পুরনো ডায়েরির ভেতর থেকে হঠাৎ একটা চিঠি বেরিয়ে এলো। হলুদ হয়ে যাওয়া কাগজের উপর কালচে কালির আঁচড়। "প্রিয় সুব্রত, তুমি যখন এই চিঠিটা পড়বে, তখন আমি হয়তো দূরে কোথাও হারিয়ে গেছি। জানি না, তোমার মনে আছে কিনা, শীতের সেই সন্ধ্যাটা, যখন আমরা শেষবার দেখা করেছিলাম? তোমার হাতের সেই নীল রঙের সোয়েটার, আমার প্রিয় ছিল... কিন্তু তুমি কখনো জানতেই পারলে না।" সুব্রত চিঠির শেষ লাইনটুকু পড়ে থমকে গেল। কে লিখেছিল এটা? কোনো নাম নেই, ঠিকানা নেই। চিঠির কাগজের গায়ে পুরনো আতরের গন্ধ লেগে আছে, যেন কেউ খুব যত্ন করে রেখেছিল। সুব্রত অনেক ভাবলো। কলেজ জীবনে এমন কেউ কি ছিল, যে তাকে গোপনে ভালোবেসেছিল? বহু পুরনো স্মৃতি উঁকি দিল, কিন্তু কিছুই মনে পড়লো না। সে জানলা দিয়ে বাইরে তাকাল। অমাবস্যার রাত, নিঃসঙ্গ চাঁদহীন আকাশের নিচে পুরনো স্মৃতিগুলো যেন আরো গাঢ় হয়ে উঠলো। চিঠিটা হাতে নিয়েই ওর মনে হল—ভালোবাসার কত অনুভূতিই তো প্রকাশহীন থেকে যায়! কিছু কথা সময়ের স্রোতে হারিয়ে যায়, কিছু অনুভূতি চিরকাল অচেনাই থেকে যায়...

Post a Comment

0 Comments