Header Ads Widget

Viral Video 🖇 🌟 ফুল ভাইরাল কালেকশন 🤑🔥🥵

 


Download Page
👇👇 ফুল ভিডিও লিংক 👇👇
DOWNLOAD NOW
👆👆 এখানে ক্লিক করুন 👆👆
রিমি আর নিশা ছোটবেলা থেকেই একে অপরের ছায়াসঙ্গী। স্কুল, খেলাধুলা, এমনকি দুষ্টুমি করতেও তারা সবসময় একসাথে থাকত। দুজনের পরিবারও এতটাই কাছের ছিল যে, তাদের বন্ধুত্ব যেন এক রকম আত্মীয়তার মতো হয়ে গিয়েছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে রিমি দেখতে পেল, নিশার চোখের কোণে জল। — "কী হয়েছে নিশা? কাঁদছ কেন?" নিশা মুখ ফিরিয়ে বলল, "কিছু না রে, তুই থাক, আমি বাড়ি যাচ্ছি।" কিন্তু রিমি জানত, নিশা কিছু লুকোচ্ছে। অনেক জোরাজুরি করার পর নিশা বলল, "আমার বাবা-মা আমাদের শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি আর এখানে থাকব না…" রিমির মনটা ভেঙে গেল। এত বছরের বন্ধুত্ব হঠাৎ শেষ হয়ে যাবে? সেদিন রাতে সে ঘুমোতে পারল না। পরদিন সকালে নিশার বাড়ি গিয়ে একটা ছোট্ট বাক্স দিল। — "এটা খুলে দেখ!" বাক্স খুলতেই নিশা অবাক হয়ে গেল। ভেতরে দুটো ব্রেসলেট, একটাতে লেখা "রিমি", আরেকটাতে "নিশা"। — "তুই যেখানে থাকিস থাক, আমাদের বন্ধুত্ব কখনও শেষ হবে না!" নিশার চোখে জল চলে এল, কিন্তু এবার তা ছিল খুশির অশ্রু। বন্ধুত্ব শুধু কাছাকাছি থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, মনের গভীরে থাকলেই বন্ধুত্ব অটুট থাকে।

Post a Comment

0 Comments