রাত প্রায় ১২টা। অনির্বাণ ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা চিঠি গলে পড়ল। কৌতূহলবশত চিঠিটা তুলে নিল সে। চিঠির খামে কোনো প্রেরকের নাম নেই, শুধু তার নামটাই লেখা – "অনির্বাণ সেন"।
সে ধীরে ধীরে খাম খুলল। ভেতরে হাতের লেখা চিঠি:
"প্রিয় অনির্বাণ,
তুমি হয়তো আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তোমার প্রতিটি ছোট্ট কাজ, তোমার অভ্যাস, এমনকি তোমার নিঃশ্বাসের ওঠানামাও আমি লক্ষ করেছি। হয়তো তুমি ভাবছো, আমি কে? সেটা পরে জানাবো। আপাতত, শুধু জানো, তোমার জীবনে কিছু ঘটতে চলেছে, যা তোমার কল্পনাকেও হার মানাবে।
অপেক্ষায় থাকো...
– একজন পুরনো বন্ধু।"
অনির্বাণের শরীরে শীতল স্রোত বয়ে গেল। "পুরনো বন্ধু"—কিন্তু তার তো এমন কোনো বন্ধু নেই যে এমন অদ্ভুতভাবে চিঠি লিখবে!
সে জানল না, এই চিঠির পেছনে এমন এক রহস্য লুকিয়ে আছে, যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে...
0 Comments