🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
বাটনে ভালো করে ক্লিক করে ট্রাই করুন...
Download Page
শীতের সকাল। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রিফাত ছাদে বসে চায়ের কাপ হাতে নিয়ে দূরে তাকিয়ে আছে। মনে এক অদ্ভুত শূন্যতা।
আজ দশ বছর হলো নীলা চলে গেছে। এক সন্ধ্যায় হুট করে রাগ করে বেরিয়ে গিয়েছিল। তারপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি, থানায় রিপোর্ট—কোনো লাভ হয়নি। কেমন যেন রহস্য হয়ে গেল মেয়েটা!
রিফাত প্রতিদিন তার ফেরার আশায় দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বন্ধুরা বলে, “মানুষ বদলায়, ভুলে যা!” কিন্তু রিফাত পারল না।
আজও সেই অভ্যাস! সকালবেলা নীলার পছন্দের চা বানিয়ে ছাদে এসে বসেছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠ,
“রিফাত... আমি নীলা। ফিরতে পারি?”
0 Comments