বিকেলটা আজ অদ্ভুত সুন্দর। কমলা সূর্যের আলো ঘাসের ওপর পড়ে এক রকম সোনালী আভা ছড়িয়েছে। পার্কের বেঞ্চে বসে থাকা রাহাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের ছোট্ট লেকটার দিকে।
হঠাৎ পাশ থেকে একটা কন্ঠ শোনা গেল—
"এই বিকেলটা তোমার খুব প্রিয়, তাই না?"
রাহাত চমকে তাকালো। পাশে বসে আছে তিথি। একসময় খুব কাছের ছিল, কিন্তু সময়ের স্রোতে কোথায় যেন হারিয়ে গেছে!
"হ্যাঁ, বিকেলটা এখনো প্রিয়। কিন্তু সব বিকেল তো আর আগের মতো হয় না," মৃদু হেসে বললো রাহাত।
তিথিও হাসলো। তারপর বললো, "জানো, মাঝে মাঝে মনে হয়, কিছু সম্পর্ক হয়তো কখনো শেষ হয় না। সময়ের পরতে পরতে তারা নতুন রূপ নেয়।"
রাহাত কিছু বললো না। কেবল চোখে একরাশ প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকলো তিথির দিকে।
সূর্য অস্ত যাচ্ছিলো। লেকের জলে কমলা রং ছড়িয়ে পড়েছিলো। রাহাতের মনে হলো, কিছু কিছু বিকেল সত্যিই বদলায় না, শুধু মানুষ বদলে যায়।
0 Comments