Viral Video 🖇️ Subha 🌟এর ফুল ভাইরাল কালেকশন 🤑🔥🥵
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Download Page
রুদ্রর মন খারাপ। আজ বিকেলটা যেন আরও বিষণ্ণ মনে হচ্ছে। অফিস থেকে ফিরে ব্যালকনিতে বসে চা খাচ্ছিল সে, হঠাৎই ফোনটা বেজে উঠল।
— "হ্যালো?"
— "রুদ্রদা, আমি তনয়া। কেমন আছো?"
তনয়ার কণ্ঠ শুনে রুদ্র কিছুক্ষণের জন্য চুপ করে গেল। কত বছর পরে এই ফোন! কলেজ শেষ হওয়ার পর দুজন আলাদা পথে হাঁটা শুরু করেছিল, কিন্তু এই সন্ধ্যায় হঠাৎ করে পুরনো স্মৃতি যেন ফিরে এলো।
— "আমি ভালো... তুমি কেমন?"
— "ভালো... মনে হলো, অনেকদিন কথা হয়নি, তাই ফোন করলাম।"
রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশটা লালচে হয়ে উঠেছে। এই বিকেলটা আজ অন্যরকম লাগছে।
তনয়া আবার বলল, "একদিন দেখা হবে?"
রুদ্র চায়ের কাপটা হাতে নিয়ে ব্যালকনি থেকে দূরে আকাশের দিকে তাকিয়ে রইল। উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। কারণ, কিছু অনুভূতি কেবল নীরবতাতেই প্রকাশিত হয়।
0 Comments